Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা পর্যায়ের সমাপ্ত প্রকল্প

কিশোরগঞ্জ সদর উপজেলা পরিসংখ্যান কার্যালয় কর্তৃক বাস্তবায়াধীন চলমান প্রকল্প

(উপজেলা হতে কোন প্রকল্প গ্রহণ করা হয়না; সদর দপ্তরের প্রকল্প বাস্তবায়ন করা হয়)

 

ন্যাশনাল হাইজহোল্ড ডাটাবেইজ প্রকল্পঃ

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের মাধ্যমে ১৪৫ টি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তাবায়ন করা হচ্ছে। প্রতি বছর সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ ও কলেবর বাড়লেও পদ্ধতিগত দুর্বলতার কারণে যথাযথ উপকারভোগী নির্বাচন সম্ভব হচ্ছেনা। সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিগুলোর যথাযথভাবে উপকারভোগী নির্বাচনের সুবিধার্থে এবং কর্মসূচিগুলো আরও সুনির্দিষ্ট ও কার্যকরভাবে বাস্তাবায়নে সহায়তার লক্ষ্যে  পরিসংখ্যান ও তথ্যব্যবস্থাপনা বিভাগের আওতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বিশ্বব্যাংকের আর্থিক ও কারিগরি সহায়তায় National Household Database (NHD) শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে।

 

উদ্দেশ্যঃ

  • দেশের সকল জনগোষ্ঠীর খানাভিত্তিক জনমিতিক ও অন্যান্য তথ্যের মাধ্যমে একটি মূল্যবান ডাটাবেইজ প্রনয়ণ ।
  • ডাটাবেইজ ব্যবহার করে দরিদ্র ও অদরিদ্র খানা চিহ্নিতকরণ।
  • বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি/প্রকল্পের মধ্যে যোগসূত্র স্থাপন এবং এ সংক্রান্ত যাবতীয় তথ্যাদি উপজেলা হতে শুরু করে প্রশাসনিক মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ব্যবহার উপযোগীকরণ।
  • সরকারের গৃহীত বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি/প্রকল্পে সঠিকভাবে দরিদ্র জনগোষ্ঠীকে লক্ষ্যভুক্ত করা এবং লক্ষ্যভুক্তির কৌশল সহজতর করা।
  • অতি দরিদ্র জনগোষ্ঠীর উদ্দেশ্যে গৃহীত সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি/প্রকল্পের Overlapping ও Omission পরিহারে সহায়তা করা ।
  • একটি সমন্বিত সামাজিক নিরাপত্তা নীতিমালা প্রনয়ন ও বাস্তবায়নের জন্য সকল সামাজিক নিরাপত্তামূক কর্মসূচিকে সুপ্রতিষ্ঠিত (Consolidate) করা।
  • দেশের সকল নাগরিকের জীবনমান উন্নয়নে বহুবিধ উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনায় সরকারি ও বেসরকারি পর্যায়ে সকল ব্যবহারকারীর তথ্য-উপাত্তের চাহিদা পূরণ ।

 

উপজেলা প্রশাসন, সকল পর্যায়ের জনপ্রতিনিধি, স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় গত ১৪ জানূয়ারি, ২০১৮ হতে ০২ ফেব্রুয়ারি, ২০১৮  সময়ে কিশোরগঞ্জ সদর উপজেলায় খানা তথ্য ভান্ডার শুমারির মাধ্যমে এ প্রকল্পের  সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।  মূল তথ্য সংগ্রহ কাজে এ উপজেলায় ৪৭১ জন গণনাকারী ও ৮৭ জন সুপারভাইজার নিয়োজিত ছিল। উল্লেখ্য, ০৬-২০আগষ্ট, ২০১৭ সময়ে খানা তথ্যভান্ডার শুমারির প্রস্তুতিমূলক কাজ সম্ন্ন হয়।