Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কিশোরগঞ্জ সদর উপজেলায় কৃষি ও পল্লী পরিসংখ্যান জরিপের কাজ চলছে।
বিস্তারিত

কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন, চৌদ্দশত ও জসিয়াইল গ্রামে ১৫ এপ্রিল, ২০১৮ হতে  ০৩ মে, ২০১৮ পর্যন্ত কৃষি ও পল্লী পরিসংখ্যান  জরিপের তথ্য সংগ্রহ করা হবে। জরিপটির মাধ্যমে ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যমাত্রা, পল্লী এলাকার জনগণের জীবন জীবিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ নির্দেশকসমূহ বের করা সম্ভব হবে। এ জরিপের মাধ্যমে সংগৃহীত তথ্যাবলী পরিকল্পনা প্রণয়ন এবং পল্লী এলাকায় কৃষির উন্নয়নের সুষ্ঠূ এবং বাস্তবসম্মত কর্মসূচী প্রণয়নে সহায়ক ভূমিকা রাখবে। এই জরিপের উদ্দেশ্য হল পল্লী  এলাকায় জেলা ভিত্তিক আর্থসামাজিক অবস্থা, কর্মসংস্থান , কৃষি মজুরি এবং এর কর্মঘন্টা, জমির মালিকানা ও এর ব্যবহার, নারীর ক্ষমতায়ন, পুরুষ এবং মাহিলা ভেদে সুযোগ-সুবিধার তারতম্য কৃষি উপকরণ, কৃষি সরঞ্জাম ব্যবহার, কৃষিপণ্য বিক্রয় এবং মূল্য, ফসল কর্তনোওর ক্ষয়ক্ষতির হিসাব, কৃষি ঋণ ও এর ব্যবহার সংক্রান্ত পরিসংখ্যান তৈরী করা।

 

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
20/04/2018
আর্কাইভ তারিখ
04/05/2018